বিএনডিএ বাস্তবায়নে বিসিসি-তে দিনব্যাপী কর্মশালা

১৪ এপ্রিল, ২০২২ ১৪:০০  
বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) বাস্তবায়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনের সম্মেলন কক্ষে হয়ে গেলো দিনব্যাপী কর্মশালা। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগের আওতাধীন বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের অধীনে কর্মশালার শুরুতেই টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিএনডিএ এর প্রয়োজনীতা ও গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান। কর্মশালায় অংশ নেন মন্ত্রী পরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সফটওয়্যার কোম্পানি থেকে আগত প্রতিনিধিরা। সেমিনারে (১২ এপ্রিল ) বিএনডিএ টিম তাদের নিজ নিজ ক্ষেত্রের সার্বিক কার্যক্রম বিষয়াদির উপস্থাপন করেন। এর মধ্যে ছিলো ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার কি, কেন প্রয়োজন, কিভাবে কাজ করে; উপকারিতা সমূহ, বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার কি, উপাদান সমূহ, ই-সার্ভিস বাস ও এর ব্যবহার, আইসিটি রোডম্যাপ, কিভাবে মন্ত্রণালয় সমূহ এটি ব্যবহার করতে পারে, বিএনডিএ স্ট্যান্ডার্ডস, বিএনডিএ গাইডলাইন - ভূমিকা/উদ্দেশ্য, নির্বাহী কমিটি ও এর কার্যাবলী, কারিগরি কমিটি ও এর কার্যাবলী, মন্ত্রণালয়ের দায়িত্ব, shared সার্ভিস/ প্ল্যাটফর্মের দৃষ্টান্ত, বিএনডিএ ডিজিটাল সার্ভিসসমূহ, সিকিউর কোডিং স্ট্যান্ডার্ডস, পরিচয় প্লাটফর্ম কি, এবং পরিচয় কেন প্রয়োজন প্রভৃতি। সর্বশেষে দর্শকসারি থেকে আগত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন বিজিডি ই-গভ সিআইআরটি,প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট (সফটওয়্যার ও ই-সার্ভিস) তানিমুল বারী এবং বিএনডিএ টিমের সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট (ইনফ্রাস্ট্রাকচার)  ফরহাদ হুসেইন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব রণজিৎ কুমার।